চট্টগ্রাম প্রতিনিধি : করোনার সংক্রমণ ঠেকাতে টানা সরকারি বন্ধের সুযোগে চট্টগ্রামে সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ চোরচক্র। চট্টগ্রামের দেওয়ান বাজার এলাকায় বাসায় ঢুকে টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। মহামারির এ সময়ে মানুষ গ্রামের বাড়িতে সাধারণ ছুটি কাটানোর সুযোগ কাজে লাগিয়ে গজিয়ে উঠছে নতুন নতুন চোরচক্র।
গত ১৮ এপ্রিল বিকেল ৪টা ১০ মিনিটে চট্টগ্রাম নগরীর দেওয়ান বাজারে বেদার হোসেন ভবনের সামনে দাঁড়িয়ে আছে কালো ও সাদা শার্ট পরা দুজন দুর্বৃত্ত। কিছুক্ষণ পরে তারা ভবনে ঢুকে। ২৫ মিনিট পর হাতে একটি মাস্তুল নিয়ে বেরিয়ে রিক্সায় উঠে চলে যেতে দেখা যায় তাদের। ভুক্তভোগী পরিবারের সদ্যরা জানান, আলমিরা ভেঙ্গে প্রথমে জিনিসপত্র তছনছ করে তারা। পরে টাকা ও ৯ ভরি সর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় চক্রটি।
সাধারণ ছুটিতে মানুষ গ্রামের থাকার সুযোগকে কাজে লাগিয়ে নতুন করে সক্রিয় হয়ে উঠছে সংঘবদ্ধ চক্রগুলো। ভিডিও ফুটেজ দেখে সক্রিয় হওয়া চক্রটিকে ধরার চেষ্টা চলছে বলে জানান সিএমপি উপ-পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান।এ ঘটনায় বাকলিয়া থামায় মামলা করেছেন ভুক্তভোগী পরিবার। সূত্র : সময় টিভি