রাজধানী ডেস্ক,এইজেডনিউজ২৪ : কোভিড-১৯ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে লকডাউন ঘোষণা করায়, কর্মহীন হয়ে পড়েছে শহর ও গ্রামের অসংখ্য মানুষ। করোনার বিস্তৃতি রোধে সরকারি নির্দেশনা মেনে সবাই ঘরে অবস্থান করায় স্থবির হয়ে পড়েছে রাজধানীসহ পুরো দেশ। আর এরই মাঝে সরকারী উদ্যোগের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান এবং নিজ ইচ্ছায় এগিয়ে আসছেন দূর্যোগকালীন কিছু আর্থিক ও ত্রাণ সহযোগিতা নিয়ে অসহায়দের কাছে এগিয়ে আসছেন মানবতার কয়েকজন ফেরিওয়ালা। তাদের মধ্যে অন্যতম একজন বাংলাদেশ সড়ক পরিবহনের সিনিয়র সহ-সভাপতি, তেজগাঁও মেহনতী মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর, করোনার সংকটকালীন আত্মমানবতার সেবায় নিয়োজিত, বিশিষ্ট সমাজসেবক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সাদিকুর রহমান হিরো। তিনি বলেন, এই সঙ্কটকালীন দেশ মাতৃকার সেবায় বিলিয়ে দিতে পারলে নিজেকে স্বার্থক মনে করবো।
সেই সাথে এলাকার উন্নয়নের জন্য যেকোনো মুহূর্তে এগিয়ে আসতে বদ্ধ পরিকর বলেও জানান তেজগাঁও নাখালপাড়াবাসীর নয়ণের মধ্যমনী হিরো। তিনি বলেন, জীবনের বাকী সময়গুলো সরকারের উন্নয়নের পাশাপাশি এলাকার যেকোন দূর্যোগময় মুহূর্তে এগিয়ে আসা প্রয়োজন সমাজের উচ্চবিত্তদের। হিরো বলেন, একতাই বল শ্লোগানে সম্মিলিত সবাই এগিয়ে আসলে আরো এগিয়ে যেতে পারবে এই দূর্যোগমূহূর্তে।
মহামারী সংকটকালীন ভিক্ষুক, ভবঘুরে, দিনমজুর, রিকশাচালক, পরিবহণ শ্রমিক ও চায়ের দোকানদাররা যখন কর্মহীন হয়ে পড়েছে, ঠিক তখনই লাখো শ্রমিকের নেতা۔তেজগাঁও থানা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্দা আলহাজ্ব সাদিকুর রহমান হিরো এগিয়ে এসেছেন আবারও তাদের পাশে। নিজ উদ্যোগে পথচারী ও দুস্ত মানুষের মাঝে কিছু ত্রাণসামগ্রীসহ ইফতার বিতরণ কর্মসূচি পালন করছেন পুরো রমজান মাসজুড়ে। আর এর সার্বিক দিকনির্দেশনা দিয়েছেন নাখালপাড়া যুব কল্যান সংঘের সভাপতি ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মঞ্জুর।