স্পোর্টস ডেস্ক, এইউজেডনিউজ২৪: করোনার প্রভাবে পরিত্যক্ত হলো বিশ্ব সাইক্লিংয়ের সর্ববৃহত আসর ট্যুর ডি ফ্রান্স।
মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো মধ্য জুলাই পর্যন্ত ফ্রান্সে সব ধরনের বড় ইভেন্ট স্থগিত রাখার ইঙ্গিত দিয়েছিলেন। যার প্রেক্ষিতে ট্যুর ডি ফ্রান্স বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়, আয়োজক আমাউরি স্পোর্ট অরগ্যানাইজেশন।
২৭ জুন থেকে শুরুর কথা ছিলো ‘ট্যুর ডি ফ্রান্স’ সাইক্লিংয়ের এবারের মৌসুম। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে, সুবিধাজনক সময়ে, এই টুর্নামেন্ট আয়োজনের কথা জানিয়েছেন আয়োজকরা।