সারাদেশ ডেস্ক, এইউজেডনিউজ২৪: করোনাভাইরাস সন্দেহে সারাদেশে কোয়ারেন্টাইনে রয়েছেন ১২শ’র বেশি মানুষ। বিষয়টি তদারকি করছে স্বাস্থ্য বিভাগ, জেলা ও পুলিশ প্রশাসন। চাঁদপুরে এ পর্যন্ত বিদেশ ফেরত ১ হাজার ৭ জনকে ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকার নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। জেলায় ১০০ শয্যার আইসোলেশন ওয়ার্ডসহ সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে বলেও জানান সিভিল সার্জন। ঝিনাইদহে বিদেশ ফেরত ও তাদের পরিবারের সদস্যসহ ২২ জনকে নিজেদের বাড়িতেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে রয়েছেন কালীগঞ্জে ১১ জন এবং সদর ও মহেশপুরে ৫ জন করে ১০ জন।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লণ দেখা না গেলেও সতর্কতার কারণে নাটোরে হোম কোয়ারেন্টাইনে রাখা আছে চীন, সিঙ্গাপুর ও দণি কোরিয়াসহ বিভিন্ন দেশ থেকে আসা ১১ জনকে। সদর হাসপাতালসহ একাধিক স্থানে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন। করোনাভাইরাস প্রতিরোধে যশোরে প্রস্তুত রাখা হয়েছে হাসপাতাল ও এ্যাম্বুলেন্স। মনিরামপুরে সৌদি ফেরত এক নারী জ্বর ও গলা ব্যাথা নিয়ে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন চিকিৎকসরা। ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক কমসূচি নেয়ার জানিয়েছে জেলা প্রশাসন।
করোনাভাইরাস প্রতিরোধে ঝালকাঠিতে জনসচেতনতা সৃষ্টির ল্েয লিফলেট বিতরণ করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এ লিফলেট বিতরণ করা হয়। জেলায় এখন পর্যন্ত ৫ জন বিদেশ ফেরত ব্যক্তিকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। তাদের মধ্যে তিনজন সৌদি আরব, একজন ইতালি ও একজন চীন প্রবাসী। তবে এরা কেউ করোনা ভাইরাসে আক্রান্ত নন বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন। সূত্র :এটিএন বাংলা
করোনাভাইরাস সন্দেহে সারাদেশে কোয়ারেন্টাইনে রয়েছেন ১২শ’র বেশি মানুষ
সারাদেশ
0 Views