ইসলাম ও ধর্ম ডেস্ক, এইউজেডনিউজ২৪: করোনাভাইরাস মহামারির মধ্যে সরাইলে লকডাউন ভেঙ্গে করে শনিবার শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজায় হাজারো মানুষ অংশ নিয়েছেন। স্থানীয় একটি মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা আহমেদ আনসারী শুক্রবার রাতে সদর উপজেলার বেরাতলা গ্রামের নিজ বাড়িতে মারা যান। স্থানীয়রা বলছেন, সকাল ১০টায় অনুষ্ঠিত ওই নামাজের জানাজায় প্রায় ৫০ হাজার মানুষ অংশ নিয়েছেন।
গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে করোনাভাইরাসের জন্য সারা বাংলাদেশকেই ঝুঁকিপূর্ণ অঞ্চল ঘোষণার দুদিন পর এ ঘটনায় ভাইরাস ছড়িয়ে পড়ার উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মার্চের শেষ দিক থেকে অঘোষিত লকডাউনের মধ্যে রয়েছে বাংলাদেশ।
করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য পরস্পর থেকে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সরকারের পক্ষ থেকেও দেশে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে এবং একমাত্র জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। সূত্র : ইউএনবি