ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: করোনাভাইরাসে স্পেনে গত ২৪ ঘণ্টায় আরও ৫৮৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি হয়েছে ১৯ হাজার ৩১৫ জনের। দেশটিতে লকডাউন শিথিল করার তিনদিন পর করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে শুরু করেছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৬৮ জন। মৃত্যুতে সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র এবং ইতালি। এ দুই দেশের পর তৃতীয় স্থানে রয়েছে স্পেন। আর আক্রান্তের দিক থেকে বিশ্বে সবার ওপরে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ স্পেন।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৫ হাজার ২৫২ জনকে করোনায় সংক্রমিত হিসাবে শনাক্ত করেছে। দেশটিতে করোনায় মৃত্যু এবং সংক্রমণের সংখ্যা কমে আসায় পরিস্থিতির উন্নতি দেখছে স্পেন সরকার। যে কারণে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, নির্মাণ শিল্প ও উৎপাদন খাত পুনরায় খুলে দেয়ার অনুমতি দেয়া হয়। তবে লকডাউন শিথিলের পরদিন থেকেই দেশটিতে সংক্রমণ এবং মৃত্যু আবারও বাড়তে শুরু করেছে।
করোনাভাইরাসে স্পেনে গত ২৪ ঘণ্টায় আরও ৫৮৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ১৯ হাজার ৩১৫
বিশেষ বুলেটিন
0 Views