হেল্থ ডেস্ক, এইউজেডনিউজ২৪: করোনাভাইরাসে দেশে নতুন করে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ৩ হাজার ৯০৭ জনের মৃত্যু হলো। শনিবার (২২ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন ১১ হাজার ৩৫৬ জনের নমুনা পরীক্ষা করে ২ হাজার ২৬৫ জন করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সনাক্তের হার ২০ দশমিক চার চার শতাংশ। এ নিয়ে দেশে ২ লাখ ৯২ হাজার ৬২৫ জন শনাক্ত হয়েছে। মৃত্যুর হার ১ দশমিক তিন চার শতাংশ।
নতুন করে সুস্থ হয়েছেন ২ হাজার ৯৫২ জন। সুস্থতার হার ৬০ শতাংশ। নতুন যে ৪৬ জনের মৃত্যু হয়েছে তাদের ৩৬ জন পুরুষ ও ১০ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৪৬ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব ছয়জন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন এবং ষাটোর্ধ্ব ৩৩ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৪৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে আটজন, খুলনা বিভাগে একজন, বরিশাল বিভাগে দুইজন, সিলেট বিভাগে দুইজন এবং রংপুর বিভাগের একজন রয়েছেন।সূত্র : চ্যানেল টোয়েনিট ফোর