হেল্থ ডেস্ক, এইউজেডনিউজ২৪: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর্মি মেডিক্যাল কোরের অবসরপ্রাপ্ত কর্নেল ডাঃ মনিরুজ্জামান নামের আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। রোববার রাতে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দুুপুরে শ্বাসকষ্ট শুরু হলে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পরে করোনা পরীক্ষায় তার পজিটিভ আসে। তিনি একসময় পার্বত্য চট্টগ্রামে ৩৪ ও ৮ বেঙ্গলের রেজিমেন্টাল মেডিক্যাল অফিসার (আরএমও) ছিলেন।
এর আগে সিলেটে করোনা আক্রান্ত এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. মঈন উদ্দিন মৃত্যুবরণ করেন। ১৫ এপ্রিল ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এনিয়ে দুজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন। সূত্র : চ্যানেল আই