বিনোদন সময় ডেস্ক ,আজনিউজ ২৪: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। গত ছয় দিন ধরে জ্বর ঠাণ্ডায় ভুগছিলেন তিনি।
জানা গেছে, নির্মাতা ইমরুল রাফাতের শুটিং সেটে অসুস্থ হয়ে পড়েন তাহসান। অবস্থা আরও গুরুতর হলে তিন দিন আগে করোনা টেস্ট করান। পরে তার রিপোর্ট পজিটিভ আসে। টেস্টের রেজাল্ট পাওয়ার পর থেকেই আইসোলেশনে আছেন তাহসান।
পরিচালক মাবরুর রশিদ বান্নার একটি নাটকে টানা পাঁচ দিনের শুটিং সিলিউল দেওয়া ছিল। বর্তমানে শুটিং ও সব কাজ বাতিল করেছেন এ তারকা।
গান দিয়ে লাখো শ্রোতার হৃদয় জয় করেছেন তাহসান খান। কেবল সংগীতশিল্পী হিসেবে নয়, অভিনেতা হিসেবেও যথেষ্ট সুনাম ও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। সম্প্রতি তাহসান শেষ করেছেন ‘হ্যালো বেবী’ শিরোনামের একটি নাটকের শুটিং। এটি ভালোবাসা দিবসে প্রচার হবে। সূত্র : সময় টিভি