ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে গত ২৪ ঘন্টায় আরও ৭৫৬ জনের প্রাণহানি হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ৭৭৯ জন।
ইতালিতে মৃত্যুর তালিকা শুধু দীর্ঘই হচ্ছে। হাসপাতালের মর্গে আর জায়গা নেই। তাই স্থানীয় চার্চগুলোতে রাখা হচ্ছে মরদেহ। দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৯৭ হাজার ৬৮৯ জন। প্রাণহানি হয়েছে ১০ হাজার ৭৭৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৩০ জন। তবে প্রায় ৪ হাজার করোনা আক্রান্ত রোগীর অবস্থা আশঙ্কাজনক।
ইতালিতে গতকাল করোনায় আক্রান্ত হয়ে ৮৮৯ জন মারা যান। গত শুক্রবার যা ছিল ৯১৯ জন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে ৩২ হাজার ১৩৭ জনের প্রাণহানি হয়েছে। মোট আক্রান্ত ৭ লাখ ৪ হাজার ৯৫ জন, সুস্থ হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৭০৬ জন।