সিলেট প্রতিনিধি, এইউজেডনিউজ২৪: করোনাভাইরাসে আক্রান্ত হলেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী । একই সঙ্গে এ ভাইরাস ধরা পড়েছে সিসিকের প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমানের শরীরেও।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে যাদের করোনাভাইরাস শনাক্ত হয়েছে এই তালিকায় তাদের দুজনের নাম রয়েছে।
এর আগে সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম স্ব-পরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন। সূত্র : সময় টিভিও ইউএনবি