ক্যালেন্ডারে শত বছর পূর্ণ করতে বিশ্বের;
মানচিত্রে হয়েছে ইংরেজি ২০২০ সাল,
একটি মহামারীতে থমকে দিয়ে জানান,
দিলো পৃথিবীটা আজ মরণকাল।
কল-কারখানা আর বায়ূ দূষণ দিয়ে বেশি;
চাহিদা মেটাতে পৃথিবীকে দিচ্ছে কষ্ট,
আল্লাহ পাকের বিধি-বিধান না মেনে;
আজ মানবজাতি হয়েছে পথভ্রষ্ট।
বিশ্ব জাহানের মালিকের সৃষ্টি সুন্দরের পরও;
কিসের নেশায় মত্ত এখনো সমগ্র জাতি,
ইংরেজি ক্যালেন্ডার শত বছর পূর্ণ না হতেই করোনা নামক;
কোভিড-১৯ ছোঁবলে নিভে যাচ্ছে অসংখ্য জীবনের বাতি।
পৃথিবীর বুক আজ সইতে আর কইতে পারছে না মিসাইল;
পারমাণবিক শক্তির আঘাতে ক্ষতবিক্ষত শিশুর আর্তনাদ,
বিধ্বংসী কিছ জাতিকে শিক্ষা দিতে মহান;
সৃষ্টিকর্তা নিজেই কেড়ে নিয়েছে নির্ঘুম রাত।
এখনো সময় আছে লোভ লালসা পরিহার করে;
পৃথিবীর ভূপৃষ্ঠে সচেতন হয়ে বেঁচে থাকার,
নিজের ভূলত্রুটির জন্য সমগ্র জাতি আজ;
মনে প্রাণে স্মরণ করি আল্লাহ তায়া’লার।।
আখতার-উজ-জামান