রাজধানী ডেস্ক: ঢাকার চারপাশের নদীরক্ষা প্রকল্প আগামী বছরের জুনে কাজ শেষ করার কথা থাকলেও চলমান কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রভাব পড়ায় তার মেয়াদ আরো এক বছর বাড়ানো হয়েছে। সাথে বেড়েছে কাজের পরিধিও। চলমান কাজের নারায়ণগঞ্জ ও টঙ্গী অংশের তুলনায় অগ্রগতি অনেক বেশি ঢাকা অংশে। তবে, শিগগিরই শুরু হচ্ছে নাপানির স্বচ্ছতা ধরে রাখা কিংবা দূষণ রোধে কোনো কার্যক্রম।
বড় আকারের অভিযান চালিয়ে ২০১৯ সালের শেষ দিকে ঢাকার চারপাশে নদীর তীর রক্ষায় কাজ শুরু হয়। মাঝে সংশোধন আনা হয় প্রকল্পে। সাড়ে ৮শ কোটি টাকার ব্যয় বেড়ে দাড়িয়েছে ১১শ কোটি টাকার বেশি। বেড়েছে সময়ও।
সেকাজের অনেক কিছুই এখন দৃশ্যমান। ১৪টি জেটির মধ্যে কাজ শেষ হয়েছে ৬টির। ৫২ কিলোমিটার ওয়াকওয়ের মধ্যে হয়েছে ৪ কিলোমিটার।
দ্বিতীয় ধাপে ১ কিলোমিটার কি-ওয়ালের জায়গায় হবে ১০ কিলোমিটার। ৬ থেকে বেড়ে ১৬ কিলোমিটার হবে ওয়াকওয়ে এন্ড পাইল। পুরো প্রকল্পের পরিধি ৫টি নদীকে ঘিরে হলেও বেশি দৃশ্যমান বুড়িগঙ্গা ও তুরাগে। যেমন ঢাকার এই অংশে সীমানা পিলারের কাজ প্রায় শেষ পর্যায়ে।
এতো কাজ হলেও সহসাই হচ্ছে না নদীর দখল দূষণ রোধে নেয়া কোন কার্যক্রম। নদীর নাব্যতা ফেরাতে নেয়া মহাপরিকল্পনার কথাও জানালেন কমিটির প্রধান স্থানীয় সরকার মন্ত্রী। চলমান প্রকল্পের কাজের সময় ধরা হয়ছে ২০২৩ সালের জুন পর্যন্ত।