যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই থাইল্যান্ডের সেনাবাহিনী কম্বোডিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। তারা বলেছে, রক্তক্ষয়ী সংঘাত বন্ধে একটি চুক্তি সত্ত্বেও ঘন জঙ্গলে ঢাকা সীমান্ত এলাকায় সংঘর্ষ অব্যাহত আছে।
গতকাল সোমবার মালয়েশিয়ায় শান্তি আলোচনার পর থাইল্যান্ড ও কম্বোডিয়া একটি শর্তহীন যুদ্ধবিরতিতে রাজি হয়। তখন বলা হয়েছিল, মধ্যরাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। ৮০০ কিলোমিটার (৫০০ মাইল) দীর্ঘ বিবাদপূর্ণ সীমান্তজুড়ে ছড়িয়ে থাকা কয়েকটি প্রাচীন মন্দির ঘিরে এবার সংঘাতে জড়ায় থাইল্যান্ড ও কম্বোডিয়া।
৮০০ কিলোমিটার (৫০০ মাইল) দীর্ঘ বিবাদপূর্ণ সীমান্তজুড়ে ছড়িয়ে থাকা কয়েকটি প্রাচীন মন্দির ঘিরে এবার সংঘাতে জড়ায় থাইল্যান্ড ও কম্বোডিয়া।
থাই সেনাবাহিনীর মুখপাত্র উইনথাই সুভারি বলেন, চুক্তি কার্যকর হওয়ার পর থাই সেনাবাহিনী লক্ষ্য করে কম্বোডিয়ার সেনারা থাইল্যান্ডের কয়েকটি এলাকায় সশস্ত্র হামলা চালিয়েছেন। এটি চুক্তির ইচ্ছাকৃত লঙ্ঘন ও পারস্পরিক আস্থা দুর্বল করার একটি স্পষ্ট চেষ্টা। তিনি আরও বলেন, থাইল্যান্ড এর উপযুক্ত প্রতিক্রিয়া জানাতে বাধ্য হয়েছে। এটা তার আত্মরক্ষার আইনি অধিকার প্রয়োগের মধ্যে পড়ে।
এদিকে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেয়তা জোর দিয়ে বলেন, কোনো এলাকায় (যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর) একে অপরের বিরুদ্ধে কোনো হামলা হয়নি।
চুক্তি কার্যকর হওয়ার পর থাই সেনাবাহিনী লক্ষ্য করে কম্বোডিয়ার সেনারা থাইল্যান্ডের কয়েকটি এলাকায় সশস্ত্র হামলা চালিয়েছেন। এটি চুক্তির ইচ্ছাকৃত লঙ্ঘন ও পারস্পরিক আস্থা দুর্বল করার একটি স্পষ্ট চেষ্টা।
উইনথাই সুভারি, থাইল্যান্ড সেনাবাহিনীর মুখপাত্র
তবে উভয় পক্ষই বলেছে, যুদ্ধবিরতির অংশ হিসেবে সীমান্ত অঞ্চলে প্রতিদ্বন্দ্বী পক্ষের আঞ্চলিক কমান্ডারদের মধ্যে সকালে যে বৈঠক হওয়ার কথা ছিল, তা হয় ইতিমধ্যে শুরু হয়েছে অথবা নির্ধারিত সময়ে শুরু হবে।
থাই সীমান্ত থেকে ২০ কিলোমিটার দূরে কম্বোডিয়ার শহর সামরায়ং। সেখান থেকে এএফপির একজন সাংবাদিক বলেন, মধ্যরাতের আধা ঘণ্টা আগে থেকে বিস্ফোরণের শব্দ বন্ধ হয়ে যায়, ভোর পর্যন্ত তা আর শোনা যায়নি।
যুদ্ধবিরতি নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। তিনি লেখেন, ‘মধ্যরাত ১২টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে।’