বিনোদন ডেস্ক, এইউজেডনিউজ২৪: কপিরাইট আইনে সেবা প্রকাশনীর মাসুদ রানা সিরিজের ২৬০টি বইয়ের স্বত্ব পেলেন শেখ আবদুল হাকিম। যদিও ৯০ দিনের মধ্যে এই রায়ের বিরুদ্ধে আবেদন করতে পারবে মাসুদ রানার স্রষ্টা কাজী আনোয়ার হোসেন।
কে হবেন মাসুদ রানা?? কয়েক মাস আগেও দেশজুড়ে আলোচনায় ছিলো এই প্রশ্ন। তবে তা ছাপিয়ে এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সিরিজের বেশিরভাগ বইয়ের লেখক কে??
রুদ্ধশ্বাস গল্পের এই গোয়েন্দা চরিত্রকে কেন্দ্র করে, গেলো বছরের জুলাইয়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন শেখ আবদুল হাকিম। যেখানে তিনি দাবি করেন সেবা প্রকাশনী থেকে প্রকাশ পাওয়া ৪৫০টি বইয়ের মধ্যে ২৬০টিই তার লেখা।
শেখ আবদুল হাকিম তার এই দাবি শুধু ফেসবুকেই রাখেননি অভিযোগ নিয়ে গেছেন কপিরাইট অফিসে। কাজী আনোয়ার হোসেনের বিরুদ্ধে করেছেন মেধা স্বত্ব আইনে মামলা। যার রায় গেছে শেখ আবদুল হাকিমের পক্ষেই।
যে চরিত্র মিথ্যের আড়ালে লুকিয়ে থাকা সত্যকে খুঁজে বের করেছে সে চরিত্রকে নিয়ে লেখকদের এমন মিথ্যাচারে অবাক পাঠকরা। দেরিতে হলেও প্রিয় চরিত্রের লেখক প্রাপ্য বুঝে পাচ্ছেন বলে খুশি তারা।
মাসুদ রানা সিরিজের ২৬০টি আর কুয়াশা সিরিজের ৫০টি বইয়ের স্বত্বের রায় শেখ আবদুল হাকিম পক্ষে গেলেও সুযোগ আছে এর বিরুদ্ধে আপিল করার। যা করতে হবে ৯০ দিনের মধ্যে।
মাসুদ রানা সিরিজের ৪৫০টি বইয়ের মধ্যে ২৬০টির স্বত্ব হারালেও, এখনো এ বিষয়ে কোন মন্তব্য করেননি কাজী আনোয়ার হোসেন। সূত্র: চ্যানেল টোয়েন্টি ফোর