বিনোদন ডেস্ক: কণ্ঠশিল্পী মমতাজ বেগমের স্বামী ডা. এএসএম মঈন হাসানের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলায় তিনি আহতসহ গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঘটনার ৪ দিন পর ৬ জনকে আসামি করে সিংগাইর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ওই অভিযোগে তিনি নিরাপত্তা হীনতায় রয়েছেন বলে উল্লেখ্য করেছেন।
সাংসদ সদস্য মমতাজ বেগমের স্বামী ডা. এএসএম মঈন হাসান জানান, গত মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে তিনি সিংগাইর উপজেলাধীন বাস্তা বাসস্ট্যান্ডের পূর্ব পাশে বিন্নাডাঙ্গিতে রোকেয়া চক্ষু সেন্টার থেকে ঢাকার উদ্দেশ্যে তার ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হন। এসময় একটি সিএনজি চালিত অটোরিকশা তার গাড়ির গতিরোধ করে। অটোরিকশা থেকে বেশ কয়েকজন লাঠি সোডা, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে নেমে অতর্কিতভাবে তার গাড়িতে হামলা করে। এতে তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় ও তিনিও আহত হন।
তিনি আরও বলেন, কি কারণে তার গাড়িতে হামলা হয়েছে তা জানেন না। তবে যারা হামলা করেছে তারা স্থানীয় লোকজন। হামলার পর তাদের সনাক্ত করা হয়েছে। এরা হচ্ছে সিংগাইরের গাজিন্দা গ্রামের মো. জজ মিয়ার ছেলে মো. নয়ন মিয়া (৩০), একই গ্রামের হযরত আলীর ছেলে মোসলেম উদ্দিন, মধ্য ধল্লা গ্রামের শুকুর আলীর ছেলে মো. রুবেল, একই গ্রামের ফিরোজ মুন্সির ছেলে মো. আশরাফ আলী, বাস্তা গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে মো. নাসির উদ্দিন, একই গ্রামের আনোয়ার আলীর ছেলে পাঙ্গা জসিমসহ অজ্ঞাত আরও ২-৩ জন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান জানান, সংসদ সদস্য মমতাজ বেগমের স্বামী ডা. এ এস এম মঈন হাসানের ওপর হামলার ঘটনাটি তিনি শুনেছেন। ঘটনাটি নিন্দনীয়। এঘটনার সঙ্গে দলীয় কোনো নেতা কর্মী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম মোল্যা জানান, সংসদ সদস্য মমতাজ বেগমের স্বামী ডা. এ এস এম মঈন হাসান তার ওপর হামলার ঘটনায় ২৬ আগস্ট একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।