ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: কঠোর অভিবাসন নীতি গ্রহণের ক্ষেত্রে বড় ধরনের ধাক্কা খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার শিশু বয়সে যুক্তরাষ্ট্রে আসা বৈধ কাগজপত্রহীন অভিবাসীর সন্তানদের নাগরিকত্ব বা ডিএসসিএ বাতিলে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে রুল জারি করেছেন মার্কিন সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট, ওবামা আমলে গৃহিত ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড এরাইভালস বা ডিএসএ বাতিল করার বিরুদ্ধে এ সিদ্ধান্ত জানান। এ সিদ্ধান্তের ফলে ডিএসএতে নিবন্ধিতদের নিজ দেশে ফেরত পাঠানো যাবে না এবং দুই বছরের জন্য ওয়ার্ক পারমিট নবায়নের যোগ্য বলে বিবেচিত হবেন। আদালতের রায়কে বড় জয় আখ্যা দিয়েছেন সিনেটের মাইনরিটি লিডার চাক শুমার।
২০১২ সালে ওবামা আমলে গৃহিত নীতির ফলে, শিশু বয়সে যুক্তরাষ্ট্রে আসা কাগজপত্রহীন প্রায় ৭ লাখ তরুণ অভিবাসী দেশটিতে বসবাস ও কাজের সুযোগ পান।
তবে ২০১৭ সালে দায়িত্ব নেয়ার ৬ মাসের মাথায়ই তৎকালীন অ্যাটর্নি জেনারেলকে এ কর্মসূচি বাতিলের নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। এরপর বিষয়টি গড়ায় আদালতে।