কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে বিপুল পরিমাণ মৃত মাছ ভেসে এসেছে। শনিবার (১৯ মার্চ) সন্ধ্যায় ভাটার সময় এসব মৃত মাছ ভেসে আসতে থাকে।
স্থানীয়রা জানিয়েছেন, কলাতলী সৈকতের আধা-কিলোমিটার এলাকাজুড়ে ভেসে এসেছে মৃত। ছোট আকৃতির এসব মাছ স্থানীয়দের কাছে ‘চামিলা’ হিসেবে পরিচিত। তবে ওই মাছের বাংলা শুদ্ধ নাম বা বৈজ্ঞানিক নাম সম্পর্কে কেউ নিশ্চিত করতে পারেননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পরে জোয়ার শুরু হলে মৃত মাছগুলোর বেশির ভাগই সাগরে চলে যায়। স্থানীয়দের ধারণা, আবার জোয়ার-ভাটা শুরু হলে আবও বেশি মৃত মাছ ভেসে আসতে পারে।