কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের বালুখালী সীমান্ত থেকে প্রায় ৪৮ কোটি ৯০ লাখ টাকা মূল্যের ৯ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বিজিবি। ওই এলাকায় চোরাকারবারিদের সঙ্গে গোলাগুলির পর সেগুলো উদ্ধার করা হয়।
সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হোসাইন কবির। তিনি দাবি করেন, এ যাবতকাল দেশে উদ্ধার হওয়া আইসের সবচেয়ে বড় চালান এটি।
কর্নেল মেহেদী বলেন, রোববার রাতে উখিয়া উপজেলার বালুখালী কাটাপাহাড় এলাকায় ক্রিস্টাল মেথের একটি চালান আসবে। বিশ্বস্ত সূত্রে এই খবর পায় বিজিবি। সেই অনুযায়ী সেখানে অভিযান চালানো হয়।ওই সময় বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়ে মাদক কারবারিরা। আত্মরক্ষায় বিজিবিও পাল্টা গুলি চালায়।
তিনি বলেন, পরে গোলপাতার বাগান থেকে ৯ কেজি ওজনের ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ৪৮ কোটি ৯০ লাখ টাকা। পাশাপাশি ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ বিষয়ে উখিয়া থানায় মামলা করা হয়েছে।