ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাজ্যের করা এক গবেষণার বিশ্লেষণে বলা হয়েছে করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রণের বিরুদ্ধে বুস্টার ডোজ প্রায় ৮৫ শতাংশ কার্যকরী। গবেষণায় আরও বলা হয়েছে, বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া করোনার নতুন ধরণ সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতে হবে। তথ্য সংগ্রহের মাধ্যমে এর বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করা সহজ হবে। গবেষণকরা এখনও বোঝার চেষ্টা করছেন ওমিক্রন কতটা গুরুত্বর হতে পারে। খবর বিবিসি।
বৃহস্পতিবার যুক্তরাজ্যে ৮ লাখ ৬১ হাজার ৩০৬টি বুস্টার ডোজ দেওয়ার হয়েছে। দেশটির মানুষকে বুস্টার ডোজ সম্পর্কে বুঝানো হচ্ছে। কীভাবে এই বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে দ্রুত কাজ করে।
বুস্টার ডোজ গ্রহণের ফলে শরীরে যে এন্টিবডি তৈরি হয়, তা নতুন ধরণকে প্রতিরোধ করতে সক্ষম। গবেষণায় আরও বলা হয়েছে এখন পর্যন্ত যারা দুই ডোজ টিকা নিয়েছে তাদের ২০ থেকে ৪০ শতাংশ এন্টিবডি কমে গিয়েছে। ফলে বুস্টার ডোজ নিয়ে গবেষকরা সন্ধিহান ছিল এটি ওমক্রিনের বিরুদ্ধে কার্যকর হবে কিনা।
যুক্তরাজ্যের ভ্যাকসিন টাস্কফোর্সের সাবেক প্রধান ডাক্তার ক্লিভি ডিক্স বলেন, যদিও এটা এখন পর্যন্ত বলা কঠিন যে বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে কাজ করবে। কারণ আমাদের এক মাস পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। বুস্টার ডোজ প্রয়োগের পর একমাসের ডেটা সংগ্রহ করে বোঝা যাবে বাস্তবতা কেমন।
যুক্তরাজ্যে এখন পর্যন্ত ১৪ হাজার ৯০৯ জনের শরীরে ওমিক্রন শনাক্ত করা হয়েছে। যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।