আলফাডাঙ্গায় ওবায়দুর মুন্সি হত্যার মূল পরিকল্পনাকারীকে মামলা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে থানায় জড়ো হয়েছেন শতাধিক মানুষ। একই হত্যার ঘটনায় মামলার বাদীকে হুমকি দেওয়ার প্রতিবাদে সঠিক বিচারের দাবি জানান তারা।
স্থানীয়রা জানায়,গত (১৬ এপ্রিল) বুধবার রাতে পারিবারিক পুর্ব শত্রুতার জেরে আলফাডাঙ্গা উপজেলা ইছাপাশা গ্রামের ওবায়দুর মুন্সি নামের এক যুবককে তার নিজের স্ত্রী দ্বারা শিলপুতা দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়।
হত্যাকারীর ভায়ের অভিযোগ,এ হত্যার মূল পরিকল্পনাকারী নাইমকে বাদ দিয়ে মাত্র তিনজনকে আসামি করে পুলিশ মামলা নিয়েছে। হত্যার মাস্টারমাইন্ডকে বাদ দেওয়ায়,নাইম ও তার ছোট ভাই বাদিকে হুমকিধামকি দেওয়ার প্রতিবাদে গতকাল শুক্রবার রাত সাড়ে আটটায় থানায় জড়ো হয়ে মামলার প্রকৃত অপরাধীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এবং নিরীহ মানুষকে হয়রানি না করার জন্য ওসি হারুনর রশীদের নিকট দাবি জানান।
এ সময় ওসি হারুনর রশীদ জনগণের উদ্দেশ্যে বলেন,এই খুনের সাথে যারা জড়িত আছে আপনাদের সহযোগিতা পেলে প্রকৃত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হব।
তিনি আরও বলেন,আপনারা আমার উপর বিশ্বাস রাখতে পারেন অন্যায় ভাবে কেউকে হয়রানির শিকার হতে হবে না।