বড় পর্দায় এখন কম দেখা যায় তাঁকে, বরং ইনস্টাগ্রামের রিলেই যেন বেশি সরব বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। রসিকতা, অভিনয় আর সামাজিক বার্তায় ভরপুর তাঁর ছোট ছোট ভিডিও দেখে মুগ্ধ হন ভক্তরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিদ্যা জানিয়েছেন, রিল বানানোর কাজটা তিনি ভীষণ উপভোগ করেন এবং এই মাধ্যমও তাঁকে নতুন করে ছুঁয়ে যাচ্ছে।
‘ভুল ভুলাইয়া ৩’–এ শেষবার দেখা গেছে বিদ্যাকে। সুপারহিট এই ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তিতে তাঁর অভিনীত ‘মঞ্জুলিকা’ চরিত্রটি এখন আইকনিক। বড় পর্দার পাশাপাশি ওটিটিতেও তিনি বরাবরই সাহসী ও প্রভাবশালী চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। তবে বিদ্যা–ভক্তদের সামনে নিয়ম করে প্রায় প্রতিদিনই হাজির হন ইনস্টাগ্রামের রিলের মধ্য দিয়ে। তাঁর কথায়, ‘রিল বানানো আমার কাছে এক আনন্দের ব্যাপার। যদি আমার ভিডিও দেখে কারও মুখে হাসি ফোটে, সেটাই আমার বড় প্রাপ্তি। ছোট–বড় নানা বয়সী মানুষের ভালোবাসাময় মন্তব্য আমাকে রীতিমতো অনুপ্রাণিত করে।’ সাক্ষাৎকারে বিদ্যা আরও বলেন, ‘আমি খুব আশাবাদী একজন মানুষ। নিজের কাজ, প্রতিভা এবং অবস্থান নিয়ে আমার ভেতর ভরপুর আত্মবিশ্বাস রয়েছে। একসময় শরীরের অতিরিক্ত ওজন নিয়ে আমাকে নানা কথা শুনতে হয়েছে। অনেকে বলেছেন, ওজন কমানো উচিত। আমি সেই পরামর্শ শুনেছি এবং সেগুলো আমাকে গঠনমূলকভাবে ভাবতে সাহায্য করেছে। এখন আমি অনেকটাই বদলে গেছি, আত্মবিশ্বাসও বেড়েছে।’ একসময় নিজের শরীর নিয়েই শুনতে হতো বিদ্যাকে, এখন নিজেকে নিয়ে মোটেও দ্বিধাগ্রস্ত নন তিনি। বরং নিজেকে খোলামনে উপভোগ করছেন। অভিনেত্রীর কথায়, ‘এই প্রথম আমি জীবনে কোনো চাপ অনুভব করছি না। চাপমুক্ত থাকার এই অভিজ্ঞতা দুর্দান্ত। আমরা সবাই কখনো না কখনো এমন কিছু চাপে থাকি, যা আমাদের বোঝাও থাকে না। এখন আমি নতুন নতুন গল্প পড়ছি, মানুষের সঙ্গে দেখা করছি। আমি ঠিক করেছি, সামনে দুটো ছবিতে কাজ করব। তবে দুঃখজনকভাবে এখনই সেগুলোর বিস্তারিত কিছু বলতে পারছি না।’
‘ওজন কমাও’ থেকে ‘রিল বানাও’
বিনোদন
9,845 Views