
এ ঘটনায় যুক্তরাষ্ট্র চারজনকে অভিযুক্ত করেছে। যাদের মধ্যে হোমিরো জ্যামেরানো (৪৫) নামের এক অভিযুক্তকে লুকিয়ে থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। অভিবাসীদের মৃতদেহ ভর্তি ওই লরি খুঁজে পাওয়ার আগে তিনি বাকীদের সঙ্গে টেক্সট ম্যাসেজের মাধ্যমে যোগাযোগ করেন।
মানবপাচারের ঘটনায় এ পর্যন্ত যতজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে গত সপ্তাহের ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা।
মানবপাচারকারী ওই যানবাহনে শিশুও ছিল। যাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মূলত এসব অভিবাসীদের মেক্সিকো, হন্ডুরাস, ইআই সালভাদর এবং গুয়েতেমালা থেকে নিয়ে আসা হয়।