স্পোর্টস ডেস্ক, এইউজেডনিউজ২৪: এসিসির বৈঠক ছাড়াই এশিয়া কাপ স্থগিতের ঘোষণা সৌরভ গাঙ্গুলির। মূলত আইপিএলের সাথে সাংঘর্ষিক সূচি কারনে ভারতীয় গণমাধ্যমে এমন মন্তব্য করেছেন বিসিসিআই সভাপতি। অবশ্য আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড কিংবা বিসিবি থেকে কোন ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ক্রিকেট নাকি অর্থ, এশিয়া কাপ নাকি আইপিএল। তুলনাটা হতে পারে বিসিসিআইয়ের সাথে এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও। এক ভারতীয় ক্রিকেট বোর্ডের ইচ্ছা অনিচ্ছার ওপর নির্ভর করছে এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরের ভবিষ্যৎ।
এশিয়া কাপ হওয়া না হওয়া অনেক পুরোনো আলোচনা, তবে জন্মদিনে ভারতীয় পত্রিকা আনন্দবাজারে দেয়া সাক্ষাৎকারে বিসিআইস সভাপতি সৌরভ গাঙ্গুলি যেন সেই আলোচনায় বসালেন ফুলস্টপ। সৌরভের বক্তব্যই ভারতীয় বোর্ডের অবস্থান। আর তাই আয়োজক পাকিস্তানের এশিয়া কাপ বাতিলের কথা যখন বলেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তখন আসরের ভবিষ্যৎ শঙ্কায় পড়ে শতভাগ।
তবে সৌরভের বক্তব্যের পর নিজেদের অবস্থান জানায়নি পিসিবি। এশিয়া কাপ দিয়ে ক্রিকেটে ফেরার অপেক্ষায় থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবস্থাদৃষ্টে অনেকটা দ্বিধান্বিত।
বিসিবির মুখপাত্র জালাল ইউনুস জানাচ্ছেন, এশিয়া কাপ বাতিল হয়ে গেলেও সে সিদ্ধান্ত আসবে এসিসির সভা থেকে। সবশেষ সভায় এমন কোনো সিদ্ধান্ত হয়নি। বিসিবি সভাপতি যিনি এসিসি’রও শীর্ষ দায়িত্বে সেই নামজুল হাসান চিকিৎসা নিতে অবস্থান করছেন লন্ডনে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আনুষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়াই সৌরভ গাঙ্গুলি জানাচ্ছেন আসর বাতিলের কথা। কেন? উত্তর ভারতীয় গণমাধ্যমে দেয়া সৌরভের বক্তব্যে পরিষ্কার। সেপ্টেম্বরের উইন্ডোতে বিসিসিআই আয়োজন করতে চায় আইপিএল, প্রয়োজনে দেশের বাইরে। ভারতীয় বোর্ডের ৪ হাজার কোটি টাকার সমীকরণ মেলানো এশিয়া কাপের ভাগ্য অনিশ্চিত করেছে।
ধরে নেয়া যায় এশিয়া কাপ নিয়ে সৌরভের দাদাগিরিই শেষ কথা। আসর যে হচ্ছে না তা শুধু এখন আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষা।