স্পোর্টস ডেস্ক: আজ (বুধবার) শুরু হচ্ছে এশিয়ান কাপ বাছাইয়ে ২৪ দলের লড়াই। বাংলাদেশ খেলবে ই গ্রুপে। প্রথম দিন লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ বাহরাইন। আরেক ম্যাচে লড়বে তুর্কমেনিস্তান ও স্বাগতিক মালয়েশিয়া।
জেমি ডের কথা নিশ্চয়ই মনে আছে? কাগজে-কলমে এখনও বাংলাদেশের কোচ তিনি। তবে অখন্ড অবসরে ইংলিশম্যান। তার অধীনে সবশেষ অ্যাসাইনমেন্টেই বাংলাদেশ নিশ্চিত করেছিল এএফসি এশিয়ান কাপ বাছাই।
এশিয়ার শীর্ষ এই টুর্নামেন্টের বাছাই পর্বের তৃতীয় ধাপ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। শুরুটা পশ্চিম এশিয়া চ্যাম্পিয়ন বাহরাইনের বিপক্ষে। জেমির বদলে ডাগআউটের দায়িত্ব সামলাবেন হাভিয়ের কাবরেরা।
বাহরাইনের সঙ্গে র্যাঙ্কিংয়ের তফাৎটা তিন অংক থেকে এক কম। তাইতো স্প্যানিশ কোচের ভাবনা শুধুই নিজেদের নিয়ে।
বাংলাদেশ হেড কোচ হাভিয়ের কাবরেরা বলেন, ইন্দোনেশিয়ার র্যাঙ্কিংও আমাদের চেয়ে বেশি ছিল। আমাদের ফোকাস থাকা উচিত আমাদের ওপরই। যেটা আগের ম্যাচে করেছি। পেশাদারিত্বের সঙ্গে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।
বাহরাইন হেড কোচ হেলিও সুসো বলেন, আমি বিশ্বাস করি একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হতে যাচ্ছে। টুর্নামেন্টের ফরম্যাট পরিবর্তন হয়েছে তাতে সেরা দলটাই যাবে পরের রাউন্ডে।
দুই দলের এক দেখায় এক জয় বাহরাইনের। সেটাও ৩৩ বছর আগে। বদলেছে দৃশ্যপট। ২০১৯ সালে দায়িত্ব নেয়া পর্তুগীজ হেলিও সুসোর অধীনেই ২২ ধাপ এগিয়েছে বাহরাইন। আর বাংলাদেশ?
এসব ভাবনা নেই জামাল ভূঁইয়ার। আত্মবিশ্বাসী পরিকল্পনায়। ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের ড্র হতে পারে অনুপ্রেরণা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়কের হুমকি।
বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, আমার মনে হয় বাকি দলগুলো আমাদের সহজ প্রতিপক্ষ ভাবে। কিন্তু আমাদের ফুটবলাদের জানা আছে কি করতে হবে। আশা করি আমরা চমক দিতে পারবো।
কঠিন প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের স্পট লাইট থাকবে রক্ষণে। বিল্ড আপ ফুটবল থেকে জেমির কাউন্টার অ্যাটাকে মনোনিবেশ যে করেছেন কাবরেরা। বাদশা, বিশ্বনাথদের ভুল করা চলবে না। সঙ্গে অপরিবর্তিত একাদশ হলে ম্যাচের তফাৎটা গড়ে দিতে পারেন জামাল ভূঁইয়া ও বিপলু আহমেদ। যদি বল দিতে পারেন সঠিক সময়ে সঠিক জায়গায়।
৪-১-৪-১ ফরমেশনে প্রতিপক্ষ দলের মিডফিল্ডার মোহাম্মদ মারহুন হুমকির নাম হবে আতিকুর রহমান ফাহাদের জন্য। নাম্বার টেন আল মালাওকে রাখতে হবে নজরে। ভোলা যাবে না অভিজ্ঞ আল মাদানকে।
গ্রুপের চার দলের মধ্যে শক্তি, সামর্থ্য, র্যাঙ্কিং এর বিচারে সবার শেষে বাংলাদেশ। ৮৯ তে বাহরাইন। বাকি সবাই ১০০ এর পরে।