বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা প্রত্যাশা শান্তিপূর্ণ একটি বাংলাদেশ। চাঁদাবাজের বাংলাদেশ নয়। লুটপাটকারীর বাংলাদেশ নয়, হত্যাকারীর বাংলাদেশ নয়, দখলদারের বাংলাদেশে নয়। এমন একটি বাংলাদেশ- যে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচিত করবে। সেই সমস্ত জনপ্রতিনিধির জনগণের কাছে জবাবদিহি থাকতে হবে, দায়বদ্ধ থাকতে হবে। এমপি মন্ত্রী সরকার হয়ে যা খুশি করবে সেটা বাংলাদেশে আর চলবে না; সেদিন শেষ হয়ে গেছে।
শনিবার লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলার চর কাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাটে পানিবন্দি দুর্গত বাসিন্দাদের মাঝে ত্রাণ বিতরণ ও সুধী সমাবেশে এ বক্তব্য রাখেন তিনি।
তিনি আরও বলেন, তারেক রহমানের নির্দেশে বিএনপি বন্যার্তদের পাশে আছে। দেশের যেখানে বন্যা কবলিত মানুষ আছে, যেখানেই তাদের পাশে দাঁড়াবে বিএনপি। এটাই বিএনপি রাজনীতি। লুটপাট, চাঁদাবাজি বিএনপি’র রাজনীতি নয়। আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশের জনগণকে নিয়ে, জনগণের আস্থা ও ভালবাসাই বিএনপির রাজনীতি।
আমীর খসরু আরও বলেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন এসে গেছে, যে সমস্ত রাজনীতিবিদ, নেতাকর্মী এটা বুঝতে পারবে না তাদের কোন রাজনীতি আগামী দিনে বাংলাদেশে থাকবে না। আওয়ামী লীগ পেতাত্বারা আকাম-কুকাম করতে চাইবে তা আর চলবেনা।
বিএনপির স্থায়ী কমিটির এ নেতা বলেন, তারেক রহমানের নির্দেশে নেতাকর্মীরা বন্যা কবলিত এলাকায় পৌঁছে গেছে, বাড়ি বাড়ি গিয়ে ত্রান সামগ্রী পৌঁছে দিচ্ছে। আমরা যতটুকু পারছি পুর্নবাসনের চেষ্টা করছি।
এসময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বন্যায় দুর্দশাগ্রস্ত মানুষের কাছে ছুটে যাওয়াই এই মুহূর্তে বিএনপির প্রধান কাজ। বর্তমানে মানুষের যে অসহায়ত্ব, তা আর কখনো দেখা যায়নি। বন্যাদুর্গত এলাকার প্রত্যেক মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেবে বিএনপি।
কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক, লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান তার বক্তব্য বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত পানিবন্দি মানুষের পাশে থাকবো।
কমলনগর উপজেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম কাদেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান। কমলনগর উপজেলা বিএনপি’র সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, বিএনপি নেতা এম দিদার হোসেন, কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু ও সাবেক ছাত্রনেতা এমরান হোসেন মুরাদ প্রমুখ।
কমলনগরে পানিবন্দি দুর্গত বাসিন্দাদের মাঝে ত্রাণ বিতরণ ও সুধী সমাবেশ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বিকালে রামগতির পানিবন্দি মানুষের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করেন।
এমপি মন্ত্রী সরকার হয়ে যা খুশি করবে সেটা বাংলাদেশে আর চলবে না : আমীর খসরু
কমলনগর - রামগতি ( লক্ষ্মীপুর) প্রতিনিধি
ছবি
3,459 Views