ইসলাম ও ধর্ম ডেস্ক: এ বছর দেশ-বিদেশের মোট ১০ লাখ মুসলমান হজে যেতে পারবেন। তবে মানতে হবে কিছু শর্ত। এক বিবৃতিতে একথা জানিয়েছে সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়।
এতে বলা হয়, হজ আদায়কারী মুসল্লিদের বয়স অবশ্যই ৬৫ বছরের কম হতে হবে। সেইসাথে থাকতে হবে করোনা টিকার সনদ।
বিদেশিদের জন্য দেশটিতে রওনা দেয়ার ৭২ ঘণ্টা আগে পিসিআর টেস্টে করোনা নেগেটিভের সনদ থাকতে হবে। হজ আদায়কালে সকল মুসল্লিকে এসব বিধিনিষেধ মানতে বলা হয়।
করোনার কারণে গত দুবছর হজের অনুমতি পান সীমিত সংখ্যক মুসল্লি। গত বছরই সৌদি আরব মাত্র কয়েক হাজার অভ্যন্তরীণ হজযাত্রীকে হজ পালনের অনুমতি দিয়েছিল। এবার বিশ্বব্যাপী টিকা কার্যক্রম জোরদার হওয়ায় কমে এসেছে করোনাভাইরাসের প্রকোপ। তাই ১০ লাখ মুসল্লিকে হজ পালনের সুযোগ দেয়া হচ্ছে। বিশ্বব্যাপী ভাইরাসের আবির্ভাবের আগে প্রতিবছর ২৫ লাখ মানুষ হজ পালনের জন্য সৌদি আরব আসত।
হজ হল ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক সামর্থ্যবান মুসলিমদের জন্য হজ ফরজ। এবারের হজ জুলাই মাসে অনুষ্ঠিত হবে।