ঢাকাই সিনেমার জনপ্রিয় অনস্ক্রিন জুটি সালমান শাহ ও শাবনূর এখনো দর্শকের মনে অমলিন। ‘তুমি আমার’, ‘সুজন সখী’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘আনন্দ অশ্রু’, ‘তোমাকে চাই’সহ ১৪টি সিনেমায় এই জুটির রসায়ন আজও আলোচনায়। বছরের পর বছর ধরে তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন থেকেছে। এবার সেই আলোচনায় যোগ করলেন সালমান শাহর আরেক সহশিল্পী, নায়িকা লিমা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে লিমা বলেন, সালমানের সংসারে নায়িকা শাবনূরকে ঘিরে অশান্তি ছিল। সালমানকে খুব কাছ থেকে দেখেছেন জানিয়ে তিনি বলেন, “অমর নায়ক সালমান শাহর সঙ্গে দুইটি ছবিতে কাজ করতে পেরেছি—এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”
স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, “তার মৃত্যুর খবরে দেশজুড়ে যে শোক নেমে এসেছিল, তা আমি কখনো ভুলতে পারবো না। বিভিন্ন পত্রিকায় দেখেছি—তার মৃত্যুর কষ্ট সইতে না পেরে বহু ভক্ত আত্মহত্যা করেছিলেন। তখনই বুঝেছি তিনি কত বড় সেলেব্রিটি ছিলেন।”
সালমানকে সহজ-সরল, বিনয়ী ও মজার মানুষ হিসেবে বর্ণনা করেন লিমা। বলেন, “শুটিং স্পটে সবার মুখে হাসি ফোটাতে পারতেন সালমান। কোনো অহংকার ছিল না।”
সালমান শাহর মৃত্যু নিয়ে আজও নিজের কষ্ট প্রকাশ করেন তিনি। “২৯ বছরেও তার মৃত্যুর রহস্য জানা গেল না। আমার বিশ্বাস, তিনি আত্মহত্যা করার মানুষ নন। তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। আমি তার হত্যার বিচার চাই।”
সামিরা সম্পর্কে লিমা বলেন, “সালমানের স্ত্রী সামিরাও শুটিংয়ে আসতেন, আমার সঙ্গে খুব ভালো আচরণ করতেন।”
শেষে আবেগভরা কণ্ঠে তিনি বলেন, “সালমান, আপনি যেখানেই থাকুন, ভালো থাকুন… দোয়া রইল।”

