লেবাননের হিজবুল্লাহর সদর দপ্তরে হামলা করেছে দখলদার ইসরায়েল। লেবাননের রাজধানী বৈরুতের প্রাণকেন্দ্রে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) হামলা চালানো হয়।
বৈরুতের দাহিয়েতে বেসামরিক ভবনের নিচে সদর দপ্তরটি তৈরি করা হয়েছিল দাবি করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছে, বিমানবাহিনী হিজবুল্লার প্রধান সদর দপ্তর লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।
তবে এই হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করা হয়েছে কি না সে বিষয়টি উল্লেখ করেননি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র। পাশাপাশি হামলার সময় নাসরুল্লাহ সেখানে উপস্থিত ছিলেন কি না সে বিষয়টিও স্পষ্ট নয়।
এদিকে আল-মানার টিভি বলছে, হারেত হরিক জেলায় বিমান হামলায় অন্তত চারটি ভবন ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি একসঙ্গে ১৫টিরও বেশি ক্ষেপণাস্ত্র ওই এলাকায় আঘাত করেছে বলেও জানিয়েছে টেলিভিশনটি।
হামালার পর প্রকাশিত এক ফুটেজে হামলার স্থানে অন্তত একটি ধোঁয়াটে গর্ত দেখা গেছে। লেবাননের রাজধানীজুড়ে বিস্ফোরণের শব্দ শোনার পাশাপাশি বৈরুতের ঘনবসতিপূর্ণ দক্ষিণ শহরতলির একটি অঞ্চলেও তীব্র ইসরায়েলি বিমান হামলা হয়েছে।
সূত্র: রয়টার্স