হেল্থ ডেস্ক, আজনিউজ২৪: এবার কোভিড-১৯ করোনাভাইরাসে মারা গেছেন রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বেসরকারি ইমপালস হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিওলজি) অধ্যাপক ডা. জলিলুর রহমান খান।
আজ মঙ্গলবার (০৯ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান। ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে ইমপালস হাসপাতালের কর্মকর্তা খাদিজা ঝুমা গণমাধ্যমকে বলেন, অধ্যাপক জলিলুর রহমান করোনায় আক্রান্ত হয়ে গত ১০ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থা খারাপ হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়, কিন্তু আজ তিনি চলে গেলেন।
চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিস (এফডিএসআর) জানিয়েছে, এখনও পর্যন্ত দেশে কোভিড-১৯ পজিটিভ ও উপসর্গ নিয়ে ২৮ জন চিকিৎসক মারা গেছেন।