ন্যাশনাল ডেস্ক: দেশের চালের বাজার সমন্বয় ও নিম্নআয়ের মানুষের সুবিধায় এবার ওএমএসসহ সর্বোচ্চ পরিমাণ খাদ্যপণ্য নামমাত্র মূল্যে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। যার কার্যক্রম ১ সেপ্টেম্বর থেকে সারাদেশে একযোগে শুরু হবে। মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে নওগাঁ সার্কিট হাউজ মিলনায়তনে খাদ্য বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
তিনি বলেন, এবছর দেশের ২৩৬৩ টি কেন্দ্রের মাধ্যমে ওএমএসের চাল বিক্রি করা হবে। একটি কেন্দ্রে প্রতিদিনের জন্য ২ টন ও প্রতিটি ট্রাকে বিক্রির জন্য সাড়ে ৩ মেট্রিক টন করে চাল বরাদ্দ দেয়া হবে। এক একটি পরিবার ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল কিনতে পারবেন।
এছাড়া খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারকে ৩ মাস ধরে ১৫ টাকা কেজি দরে চাল কেনার সুযোগ দেয়া হবে।
মন্ত্রী বলেন, এসব চাল দেয়া শুরু করলেই চালের বাজার আরও কমে আসবে। আমন মৌসুমের কথা মাথায় রেখে পরিকল্পিতভাবে এসব খাদ্যপণ্য বিতরণ করা হবে। যাতে কৃষকরা ক্ষতিগ্রস্ত না হয়। বর্তমানে দেশে ২০ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ আছে বলেও সংবাদ সম্মেলনে জানান মন্ত্রী।