রাজধানী ডেস্ক: গতবারের মতো এবারও ফেব্রুয়ারি মাসটির শুরুতে বইমেলা শুরু হচ্ছে না। বড় ধরনের আয়োজন হচ্ছে না সাংস্কৃতিক আয়োজনেও। মহান রাষ্ট্রভাষা আন্দোলনের গৌরবগাঁথা মাস ফেব্রুয়ারির শুরু আজ। তবে করোনার নতুন ধরন ওমিক্রনের দাপটে এবারের পরিবেশ বিরুপ।
ফেব্রুয়ারি এলে মনে পড়ে একুশের প্রথম প্রহরে কালো ব্যানারে, পতাকা, ব্যাজ আর গোলাপ, গাঁদার মালা নিয়ে প্রভাত ফেরির কথা। ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধির কারণে স্বাস্থ্যবিধি মেনে জনসমাগম এড়ানো, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নানা বিধি নিষেধ রয়েছে।
জানুয়ারির মাঝামাঝি থেকে সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়ায় মেলা অন্তত দুই সপ্তাহ পিছিয়ে দেওয়ার ঘোষণা আসে। লেখকরা বলছেন, বইমেলা কেবল উৎসব না, এটি একটি অনুভূতি। ফেব্রুয়ারি মাসের বাইরে অমর একুশে বইমেলা যে খুব আকর্ষণ ধরে রাখতে পারে না সেটি ২০২১ সালে প্রমাণিত।
উল্লেখ্য, করোনাভাইরাস দ্বারা সৃষ্ট কোভিড-১৯ মহামারির মধ্যে বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত সাঁইত্রিশতম বইমেলা অর্থাৎ অমর একুশে বইমেলা গত বছর ১৮ মার্চ শুরু হয়ে ১২ মার্চ শেষ হয়। এ বছর বইমেলা কবে নাগাদ শুরু হবে তার কোনও ঘোষণা হয়নি। বাংলা একাডেমি কর্তৃপক্ষ বলছে, ১৫ ফেব্রুয়ারিকে সম্ভাব্য শুরুর দিন ধরে তারা প্রস্তুতি নিয়েছেন। এখন মন্ত্রণালয় থেকে চূড়ান্ত দিন ঘোষণা আসবে।