আইন ও আদালত ডেস্ক, এইউজেডনিউজ২৪: এন 95 মাস্ক দুর্নীতি অনুসন্ধানে জেএমআই ও তমা গ্রুপের ৫ জনকে তলব করেছে দূর্নীতি দমন কমিশন- দুদক। আট ও নয় জুলাই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
নোটিশপ্রাপ্তরা হলেন জেএমআই গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, তমা কনস্ট্রাকশনের সমন্বয়কারী মতিউর রহমান, এলান করপোরেশনের চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, মেডিকেট ইমেজিং এর পরিচালক হুমায়ন কবির এবং ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চেয়ারম্যান মোতাজ্জেরুল ইসলাম মিঠু।
নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম বিভিন্ন হাসপাতালে সরবরাহ করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনাহয় তাদের বিরুদ্ধে।
এদিকে, আগামী ৮ জুলাই পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাককে দুদকে উপস্থিত হয়ে রেকর্ডপত্রসহ বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে। দুদক সূত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানিটি সিএমএসডিতে ‘নকল এন-৯৫’ সরবরাহ করে বলে এই অভিযোগ।সূত্র : চ্যানেল টোয়েন্টি ফোর