রাজশাহীতে এনসিপির দু’পক্ষের দ্বন্দ্বের জের ধরে একটি সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী সাংবাদিকদের বাধা প্রদান এবং হুমকির ঘটনায়
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (আরএমজেএ)।
রাতে সংগঠনের সভাপতি মোস্তাফিজ রকি ও সাধারণ সম্পাদক বারিউল আলম শান্ত এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ ও নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, রাজশাহীতে এনসিপির দু নেতা মিডিয়াকে যে হুমকি দিয়েছেন, তা স্বাধীন সাংবাদিকতার প্রতিবন্ধক। এতে গণমাধ্যম কর্মীরা উদ্বিগ্ন। সাংবাদিকদের সুরক্ষা মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে আমরা বদ্ধপরিকর। আমরা অতীতেও এ ধরনের অযাচিত ও অন্যায় হস্তক্ষেপ মেনে নেইনি, এখনও মেনে নেব না।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, সাংবাদিকদের সংবাদ সংগ্রহের বাধা ও হুমকি প্রদানকারী জাতীয় যুবশক্তির রাজশাহী মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব শোয়েব আহমেদ ও মুখ্য সংগঠক মেহেদী হাসান ফারাবির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে সোমবার বিকেলে রাজশাহী পর্যটন মোটেলে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির রাজশাহী জেলা শাখার সদ্য ঘোষিত কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামের ডাকে সংবাদ সম্মেলন চলছিল। এ সময় হঠাৎ শোয়েব ও মেহেদীসহ বেশ কয়েকজন সম্মেলন স্থলে ঢুকে সাংবাদিকদের আটকে তালা মেরে রাখার হুমকি দেন এবং সংবাদ সংগ্রহের বাধা প্রদান করেন।

