রাজধানী ডেস্ক : ডেঙ্গু প্রতিরোধে রাজধানীর বিভিন্ন স্থানে মশার লার্ভা ও এডিস নিধনে এখনই সময়, সবাই এক সাথে ঝাঁপিয়ে পড়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, কেননা করোনাকালীন সময়ে মানুষ এমনিতেই ভীত-সন্ত্রস্ত আতঙ্কিত এবং করোনা বৃদ্ধি পাচ্ছে এর সাথে যদি ডেঙ্গু রোগ বৃদ্ধি পায় তাহলে স্বাভাবিকভাবে মানুষের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে। নাগরিকদের শর্ত পালন করতে হবে। সিটি করপোরেশনের কাজ সিটি করপোরেশন করবে। যার যার বাড়ির আঙিনা পরিষ্কার করা নিজ নিজ নাগরিকের দায়িত্ব। শনিবার (১০ জুলাই) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়োজিত এডিস মশা নিধনে বিশেষ চিরুনি অভিযান উদ্বোধনের পূর্বে এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী। এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, জনগণের জন্য দায়িত্ব পালনের অঙ্গিকার নিয়ে জনপ্রতিনিধি হয়েছি এবং সরকারি কর্মকর্তা সবাই মিলে এক সাথে কাজ করলে সবার জন্য সুন্দর একটি নিরাপদ ঢাকা উপহার দেয়া যাবে।
এদিকে, আগামীকাল (রোববার) থেকে দশটি অঞ্চলে ১০ জন ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে। নির্মাণাধীন ভবনে যদি অনিয়ম পাওয়া যায়, সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গুলশান ২ এর ৮৬ নম্বর রোডের দুটি নির্মাণাধীন ভবনে ডেঙ্গু মশার লার্ভা পাওয়ায় একটি ভবন কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা ও অপর ভবন কর্তৃপক্ষকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তার একটি বসুন্ধরা গ্রুপের ভবন ও একটি ট্রাস্ট ব্যাংকের অর্থায়নে নির্মাণাধীন ভবন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লে: কর্নেল মো. গোলাম মোস্তফা সারওয়ার, অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকী, ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমদাদুল ইসলাম প্রমুখ।