রাজধানী ডেস্ক : এডিসের পাশাপাশি কিউলেক্স মশার বিস্তাররোধে প্রত্যেককে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে বলে আহবান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। সেই সাথে সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসারও আহবান জানান তিনি।
শনিবার সকালে খিলগাঁও তালতলা নতুনবাগ পানির পাম্প এলাকায় এডিস ও কিউলেক্স মশার বিস্তার রোধকল্পে মশক নিধনে বিশেষ অভিযান উদ্বোধন এবং “দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার” স্লোগান বাস্তবায়নপূর্বক উপস্থিত সাংবাদিকদের সামনে সার্বিক পরিস্থিতি উপস্থাপনকালে তিনি একথা বলেন। ডিএনসিসি মেয়র বলেন, এডিস মশার জন্ম হয় বাসা-বাড়ির স্বচ্ছ পানিতে আর খাল, বিল, ঝিল, ডোবা, নালা, ড্রেন, কচুরিপানা ইত্যাদির অস্বচ্ছ ময়লা পানিতে কিউলেক্স মশার জন্ম হয়।
মোঃ আতিকুল ইসলাম বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট জায়গায় ময়লা-আবর্জনা রাখতে হবে এবং নিজেদের বাসাবাড়ী ও আশেপাশের পরিবেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে মশার বংশবিস্তার রোধ করতে হবে।
তিনি বলেন, নগরীর জলাবদ্ধতা সমস্যা নিরসনকল্পে সুপরিকল্পিত জলাধার থাকা প্রয়োজন কিন্তু খালগুলো অবৈধভাবে দখল ও ভরাটের কারণে সেগুলোতে পানির কোন প্রবাহ নেই, তাই বিনা নোটিশেই অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। ডিএনসিসি মেয়র বলেন, “সবার ঢাকা” মোবাইল অ্যাপসের মাধ্যমে যে কোন নাগরিক যদি ময়লা-আবর্জনার ছবি তুলে পাঠিয়ে দেয় তাহলে দ্রুততম সময়ের মধ্যেই তা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে।
মোঃ আতিকুল ইসলাম এডিসের পাশাপাশি কিউলেক্স মশার বিস্তার রোধকল্পে ৯ অক্টোবর, ২০২১ থেকে ১৪ অক্টোবর, ২০২১ তারিখ পর্যন্ত ৬ দিনব্যাপী মশক নিধনে বিশেষ অভিযানের শুভ উদ্বোধন করেন। তিনি বলেন, সমাজের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে “দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার” স্লোগানটিকে বাস্তবায়নের মাধ্যমে সুস্থ্যতার জন্য চলমান সামাজিক আন্দোলনকে সফল করতে হবে।
ডিএনসিসি মেয়রের নির্দেশনা মোতাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে মালিবাগ চৌধুরীপাড়ায় ১১৯৬ নম্বর অট্টালিকা হোমস নামক নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ভবনটির সাইট ইঞ্জিনিয়ার মোঃ ফরহাদ হোসেনকে ৩ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড, রাস্তা দখল করে একই ভবনের নির্মাণসামগ্রী রাখার কারণে মোঃ সুয়িন রেজাকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং রাস্তা দখল করে রাখা নির্মাণসামগ্রীগুলো ২৫ হাজার টাকায় স্পট নিলাম করা হয়। মোঃ আতিকুল ইসলাম এর উপস্থিতিতেই খিলগাঁও তালতলা নতুনবাগ এলাকায় ফগিং ও লার্ভিসাইডিংসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
এসময় ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাখাওয়াত হোসেন বলেন, জনগণের সেবক হিসেবে যেভাবে আমাদের উত্তর সিটি করপোরেশনের মেয়র রয়েছেন, ইনশাআল্লাহ আমিও একজন স্থানীয় কাউন্সিলর হিসেবে এলাকার প্রতিটি উন্নয়নমূলক কার্যক্রমের সাথে নিজেকে বিলিয়ে দেয়ার চেষ্টা করবো। সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে এগিয়ে নিয়ে যাবো একটি সুন্দর ঢাকা শহর উপহার দিতে বলেও জানান কাউন্সিলর শাখাওয়াত।
এসময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জোবায়দুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন এস. এম. শরিফ-উল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।