ফিক্সিং কেলেঙ্কারির অভিযোগে বিপিএলের নিলাম তালিকা থেকে বাদ পড়ার পর ক্ষোভ প্রকাশ করেছেন এনামুল হক বিজয়। এবার উল্টো তিনি দাবি তুলেছেন, বিপিএলের গত আসরের চুক্তির পুরো পারিশ্রমিক এখনও পাননি। তার ভাষ্য অনুযায়ী, ৫০ লাখ টাকার চুক্তির বিপরীতে তিনি পেয়েছেন মাত্র ২০ লাখ টাকা; বাকি ৩০ লাখ টাকা এখনো বকেয়া।
শনিবার (২৯ নভেম্বর) রাতে ফেসবুক লাইভে এসে বিজয় বলেন, “গত বছর বিপিএলে ৫০ লাখের চুক্তি ছিল। ৩০ লাখ টাকা এখনো পাইনি। এক বছর ধরে মেইল, ফোন—সব করেছি। দায়িত্বশীলদের কাছে গিয়েছি, চেক দেখিয়েছি। রাজশাহী দলের চেক পড়ে আছে কিন্তু টাকাই নেই।”
তিনি প্রশ্ন তুলেন, “এই টাকা কেন পাচ্ছি না?”
গত আসরে দুর্বার রাজশাহীর কর্মকাণ্ড ছিল আলোচনার কেন্দ্রবিন্দু।
পারিশ্রমিক না পাওয়ায় বিদেশি ক্রিকেটারদের মাঠে নামতে অস্বীকৃতি,
দেশি ক্রিকেটারদের সম্ভাব্য বয়কট,
নানা প্রশাসনিক অনিয়ম—এসব নিয়ে আগে থেকেই সমালোচনার মুখে ছিল ফ্র্যাঞ্চাইজিটি।
বিজয় বলেন, “ফারুক ভাই, আকরাম স্যার, মঞ্জু ভাই, মিঠু ভাই—সবাই জানতেন আমরা টাকা পাইনি। আমাদের অনুরোধ করা হয়েছিল খেলা বয়কট না করতে।”
তিনি জানান, বিসিবি তাকে নেতৃত্ব চালিয়ে যেতে বললেও তিনি রাজি হননি। সেঞ্চুরি করার পরদিনই তিনি অধিনায়কত্ব ছেড়ে দেন।
ফিক্সিংয়ের অভিযোগে বিপিএলের নিলাম থেকে বাদ পড়া প্রসঙ্গে বিজয় বলেন, “কেন বাদ দিলো, সেটা জানতে কাউকে ফোনে পাচ্ছি না। সোশ্যাল মিডিয়ায় কথা বলতে বাধ্য হচ্ছি।”
তিনি আরও বলেন, “যদি প্রমাণ থাকে, আমাকে সাসপেন্ড করুন—সারা বাংলাদেশ জানুক আমি অপরাধী। আর যদি না থাকে, তাহলে আমার সম্মান ফিরিয়ে দিতে হবে। প্রতি বছরই আমার ডিমান্ড থাকে। ফিক্সিং-কেলেঙ্কারির খেলোয়াড়কে কোনো দলই নেবে না—এটা তো স্বাভাবিক।”
বিজয়ের দাবি, বিসিবির কাছ থেকে যে সম্মান পাওয়ার কথা, তিনি তা আর পাচ্ছেন না—যা তাকে মানসিকভাবে কষ্ট দিচ্ছে।

