ইন্টারন্যাশনাল ডেস্ক: ভয়াবহ বন্যা দেখা দিয়েছে অস্ট্রেলিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শহর সিডনিতে। ফলে এখানে ৫০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার আহবান জানানো হয়েছে। এক বছরের মধ্যে শহরটি তৃতীয়বার বন্যার কবলে পড়েছে। খবর বিবিসির।
মঙ্গলবার (৫ জুলাই) বিবিসির খবরে বলা হয়েছে, বন্যায় রাস্তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেক ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। কয়েক হাজার মানুষ বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছে। টানা চারদিন ধরে এখানে বৃষ্টি হচ্ছে।
বন্যার কারণে এ বছর গ্রেটার সিডনি থেকে শতাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
নিউ সাউথ ওয়েলসের কিছু এলাকায় চার দিনে ৮০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, গ্রেটার লন্ডনে এক বছরে গড়ে যত বৃষ্টি হয়, তার এক–তৃতীয়াংশ বৃষ্টি হয়েছে। সিডনিতে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।
পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও লা নিনার প্রভাবে এই বন্যা হয়েছে। লা নিনার কারণে অস্ট্রেলিয়ায় বৃষ্টি, ঘূর্ণিঝড় ও শীত বাড়ছে।