স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ-শ্রীলঙ্কা এশিয়া কাপে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ মুখোমুখি হবে। আরব সাগর পাড়ে দুই দলের এই লড়াই জয়-পরাজয় ছাপিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। যেই লড়াইয়ে জয় ছাড়া কোনো পথ খোলা নেই দুই দলের সামনে। হেরে গেলেই এবারের মতো টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। বিপরীতে জয় পেলে উঠে যাবে এশিয়ার বিশ্বকাপের সুপার ফোরে।
বাঁচা মরার এই ম্যাচে বড়সড় পরিবর্তন আসতে পারে বাংলাদেশের একাদশে। বিশেষ করে ওপেনিং জুটিতে। এমনটাই গুঞ্জণ উঠছে। কারণ প্রথম ম্যাচে দুই ওপেনারই ব্যর্থ হয়েছেন। শেষ মুহূর্তে ডাক হাওয়া নাঈম শেষ আফগানিস্তানের বিপক্ষে ৮ বল খেলে করেন মাত্র ৬ রান। তার পরিবতে ফিরতে পারেন সাব্বির রহমান।
ব্যর্থ হয়েছেন দীর্ঘ দিন পর জাতীয় দলে ফেরা এনামুল হক বিজয়ও। তার জায়গায় ওপেনিংয়ে মেহেদী মিরাজকে আনার পরিকল্পনা করছে। এতে ড্রেসিং রুমে থাকতে হতে পারে বিজয়কে। বিপিএলে ওপেনিং করার অভিজ্ঞতা আছে মিরাজের। এছাড়া এশিয়া কাপে দুবাই যাওয়ার আগের দুই প্রস্তুতি ম্যাচেও ওপেনিংয়ে ব্যাট হাতে ৪৬ এবং ২৯ রান করেছিলেন মিরাজ।
বুধবার (৩১ আগস্ট) সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ওপেনিংয়ে ভালো করার যে গুরুত্ব সেটাও মনে করিয়ে দিয়েছিলেন। তিনি বলেন, ‘আমরা যদি শুরুতে খুব বেশি উইকেট না হারিয়ে ভালো করতে পারি, তাহলে আদর্শ হবে। প্রথম ৬ ওভার খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। পাওয়ার প্লে কাজে লাগাতে হবে। আমরা যদি ব্যাটিং-বোলিংয়ে প্রথম পাওয়ার প্লে জিততে পারি, তাহলে হয়তো আমরা ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারব।’
তিনি আরও বলেন, ‘এই সংস্করণে আমরা যেটা বলি ফেয়ারলেস খেলার কথা, এই কথার মানে হচ্ছে, এটাই আমরা যাতে ভয়ডরহীন খেলি। আমি যদি জায়গা (হারানোর) ভয় পাই, তাহলে হবে না। আপনি যদি ইন্টেন্ট দেখিয়ে আউট হন, আমরা এটা গ্রহণ করব। কিন্তু আপনি যদি ইন্টেন্ট না দেখান, তাহলে মনে হয় আপনার দলে থাকার যোগ্যতাই নেই।’
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সাব্বির রহমান, এনামুল হক বিজয়/মেহেদী মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান/নাসুম আহমেদ।