ইন্টারন্যাশনাল ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব কিছুতেই থামছে না। চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে হু হু করে বাড়ছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। বিপর্যস্ত জনজীবন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে মারা গেছেন ১০ হাজার ৬৮ জন। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ৭ লাখ ১৯ হাজার ২০৪ জন।
এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ লাখ ৫৭ হাজার ২৪০ জনে। অন্যদিকে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ কোটি ৬৯ লাখ ৮ হাজার ২৮২ জনে।
শনিবার (১৪ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।
আরও পড়ুন: আফগান সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র
এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। সেখানে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭৩ লাখ ৬৪ হাজার ৭০০ জন এবং মারা গেছেন ৬ লাখ ৩৭ হাজার ১৬১ জন।
করোনায় আক্রান্তের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর সংখ্যায় তৃতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। সেখানে মোট আক্রান্ত ৩ কোটি ২১ লাখ ৫৫ হাজার ৮২৭ জন এবং মারা গেছেন ৪ লাখ ৩০ হাজার ৭৬২জন।
অন্যদিকে করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। সেখানে মোট শনাক্ত রোগী ২ কোটি ৩ লাখ ১৯ হাজার এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৭ হাজার ৯১৪ জনের।
এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে ১ লাখ ১২ হাজার ৫৬১ জন, রাশিয়ায় ১ লাখ ৬৮ হাজার ৮৬৪ জন, যুক্তরাজ্যে ১ লাখ ৩০ হাজার ৮০১ জন, ইতালিতে ১ লাখ ২৮ হাজার ৩৭৯ জন, তুরস্কে ৫২ হাজার ৮৬০ জন, স্পেনে ৮২ হাজার ৪৭০ জন, জার্মানিতে ৯২ হাজার ৩৬৭ জন এবং মেক্সিকোতে ২ লাখ ৪৬ হাজার ৮১১ জন মারা গেছেন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।