আবহাওয়ার পরিবর্তন ডেস্ক, এ্উজেডনিউজ২৪: টানা ভারি বর্ষনে বেড়েছে দেশের নদ-নদীর পানি। একদিকে বন্যার পানি, অন্যদিকে বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন বানভাসী মানুষ। কুড়িগ্রামের নদ-নদীর পানি দুদিন ধরে কমলেও ভারি বৃষ্টি আর উজানের ঢলে আবারও তা বাড়ছে। বিপৎসীমার উপরে বইছে ব্রক্ষ্মপুত্রের পানি।
এদিকে প্লাবিত হয়েছে গাইবান্ধার পলাশ বাড়ি ও গোবিন্দগঞ্জের নতুন নতুন এলাকা। শেরপুর-জামালপুর মহাসড়ক ডুবে যাওয়ায়, তিনদিন ধরে বন্ধ রয়েছে উত্তরাঞ্চলের সাথে যোগাযোগ।
২৫ দিন ধরে পানিবন্দি হয়ে মানবেতর দিন কাটাছেন, জামালপুরের ৬৭৭টি গ্রামের মানুষ। আরও অবনতি হয়েছে সুনামগঞ্জ ও মধ্যাঞ্চলের জেলাগুলোর বন্যাপরিস্থিতি। আর ফরিদপুরে ভেঙে গেছে শহরক্ষা বাঁধের ৫০ মিটার এলাকা। সূত্র : চ্যানেল টোয়েন্টি ফোর