বিনোদন ডেস্ক: করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল সিনেমা হল, বন্ধ ছিল নতুন সিনেমা মুক্তি দেওয়া। কিন্তু এ বছরের শুরু থেকেই সিনেমা মুক্তির হিড়িক পড়েছে। একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে। সেই সঙ্গে কিছু সিনেমা ব্যবসাসফলও হয়েছে। আবারও সিনেমা হলে ফিরে আসছে দর্শক। সেই ধারাবাহিকতায় আজ শুক্রবার মুক্তি পেল তিনটি সিনেমা। এগুলো হলো ‘বসন্ত বিকেল’, ‘রোহিঙ্গা’ ও ‘জীবন পাখি’।
অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘রোহিঙ্গা’ মুক্তি পেয়েছে ১১টি হলে, আসাদ সরকার পরিচালিত ‘জীবন পাখি’ মুক্তি পেয়েছে পাঁচ হলে ও রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ মুক্তি পেয়েছে ১৯টি সিনেমা হলে।
রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শিপন মিত্র ও নবাগত নায়িকা হুমায়রা সুবহা। এতে আরও অভিনয় করেছেন ওমর সানী, শাহনূর, সুচরিতা, তানভীর তনু, শিবা সানু প্রমুখ।
মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবেতর জীবন নিয়ে ‘রোহিঙ্গা’ সিনেমা নির্মাণ করেছেন অহিদুজ্জামান ডায়মন্ড। পরিচালক জানান, রোহিঙ্গাদের নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছিলেন প্রায় ১০ বছর আগে। এরপর দীর্ঘ সময় সিনেমার কাহিনি ও চিত্রনাট্য রচনা শেষে তিনি সিনেমাটির কাজ শুরু করেন ২০১৭ সালে। এ ছবির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরশি। সিনেমায় আরও অভিনয় করেছেন ওমর আয়াজ অনি, সাগর, বৃষ্টি, তানজিদ, শাকিবা, হায়াতুজ্জামান, গোলাম রাব্বানী মিন্টু প্রমুখ।
অন্যদিকে আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে আসাদ সরকার নির্মাণ করেছেন ‘জীবন পাখি’। গত সপ্তাহে বিকল্প পদ্ধতিতে প্রদর্শনের মাধ্যমে ছবিটি মুক্তি দিলেও এ সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পেল ছবিটি। ছবিটির গল্প, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আসাদ সরকার। এতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মোহনা মিম, আবু হেনা, সংগীতশিল্পী ফাতেমাতুজ জোহরা, মহিন প্রমুখ।