সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক: না ফেরার দেশে চলে গেলেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) সোমবার (১৫ নভেম্বর) রাতে রাজশাহীতে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মলয় কুমার ভৌমিক বিষয়টি নিশ্চিত করেন।
১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন হাসান আজিজুল হক। ১৯৭৩ সালে রাবির দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০০৪ সাল পর্যন্ত সেখানে অধ্যাপনা করেন। ৩১ বছর শিক্ষকতার পর অবসর নেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন শিক্ষকদের আবাসন এলাকা ‘বিহাস’- এ নিজের বাসায় ছিলেন তিনি।
১৯৬০ এর দশকে কথাসাহিত্যিক হিসেবে সুনাম অর্জন করেন হাসান আজিজুল হক। মূলত মর্মস্পর্শী বর্ণনাভঙ্গির জন্য খ্যাতি লাভ করেন তিনি। জীবনসংগ্রামে লিপ্ত মানুষের কথকতা তার গল্প-উপন্যাসের প্রধানতম অনুষঙ্গ।
১৯৭০ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান হাসান আজিজুল হক। ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ভূষিত করে। আর ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কার দেয়।
সাহিত্যচর্চার স্বীকৃতিস্বরূপ ২০১৮ সালে হাসান আজিজুল হককে ‘সাহিত্যরত্ন’ উপাধি দেয় একটি বেসরকারি ব্যাংক।