ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: উত্তাল প্রশান্ত মহাসাগরে ছোট্ট একটি নৌকায় টানা ৩২ দিন ভেসে থাকার পর অবশেষে উদ্ধার হয়েছেন চার ব্যক্তি। একটি মাছ ধরা নৌকা তাদের দেখে ফেললে উদ্ধার করা হয় তাদের। যদিও এর আগে তাদের আরো ৮ সহযাত্রীর মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এই ৩২ দিনে খাবার বলতে তাদের সম্বল ছিল বৃষ্টির পানি আর নারকেল।
সংবাদ সংস্থা সলোমন স্টার নিউজের বরাতে জানা যায়, ক্রিসমাস ডে পালন করতে পপুয়া নিউগিনি থেকে ২২ ডিসেম্বর যাত্রা শুরু করেছিল তারা। গন্তব্য ছিল প্রায় শত কিলোমিটার দূরের কারটেরেট আইল্যান্ড। কিন্তু সমুদ্রের উত্তাল ঢেউয়ের সাথে পেড়ে না উঠে ভেসে যায় তাদের কয়েকজন। নৌকা তাদের নির্দিষ্ট গন্তব্যে না গিয়ে অন্য পথে চলে যায়।
অবশেষে ৩২ দিন পর একটি মাছ ধরা ট্রলার তাদের উদ্ধার করে। এদের মধ্যে এক কিশোরী,এক মহিলা ও দুইজন পুরুষ রয়েছে । বর্তমানে সলোমন দ্বীপপুঞ্জের একটি হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছে।