ইন্টারন্যাশনাল ডেস্ক, এ্ইউজেডনিউজ২৪: উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সুস্থ আছেন বলে আশা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, কিম খুবই স্বাস্থ্য সচেতন। ডোনাল্ড ট্রাম্পের সাথে কিম জং উনের সাাত না হলেও উত্তর কোরিয়ার নেতার স্বাস্থ্যের বিষয়ে তিনি সবশেষ খবর রাখেন বলেও জানান সাংবাদিকদের। এদিকে, যুক্তরাষ্ট্র এবং দণি কোরিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট পত্রিকা বলছে, উপগ্রহের ছবিতে প্রমাণ পাওয়া যাচ্ছে যে, কিমের বিশেষ ট্রেন গত কয়েকদিনে রিসোর্ট শহরে অবস্থান করছে। এর আগে, গত সপ্তাহে উত্তর কোরিয়ায় কিম বিরোধী প দ্বারা পরিচালিত একটি ওয়েবসাইট থেকে কিমের মৃত্যু নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সুস্থ আছেন : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক
0 Views