পঞ্চগড় প্রতিনিধি, আজনিউজ২৪: উত্তরের হিমেল হাওয়া ও ঘনকুয়াশায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। দিনের বেলা গরম থাকলেও রাত থেকে ভোর পর্যন্ত থাকছে শীত। শীতের কারণে মানুষজন ঘর থেকে বের হতে না পারায় কাজে যেতে পারছে না। পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
শীত থেকে বাঁচতে নিম্ন আয়ের মানুষজন দ্রুত সরকারি-বেসরকারি পর্যায়ে সহায়তা চেয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত ঘনকুয়াশা থাকায় পঞ্চগড়ের বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলো চলাচল করতে দেখা গেছে।
এরআগে, শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, পঞ্চগড়ে কয়েক দিন থেকে তাপমাত্রা ওঠানামা করছে। সূত্র : সময় টিভি