ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৩ কিলোমিটারজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন উত্তরবঙ্গগামী লাখো মানুষ। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের কষ্ট আরও বেশি। প্রচণ্ড গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন।
আজ (৫ জুন) বৃহস্পতিবার রাত থেকে সেতুর টোল প্লাজা থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত থেমে থেমে চলছে যানবাহন। যানবাহনের অতিরিক্ত চাপ, যমুনা সেতু সংযোগ সড়কে একাধিক দুর্ঘটনা ও গাড়ি বিকল হয়ে পড়ার ফলে এই দীর্ঘ যানজটের সৃষ্টি হহয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভুক্তভোগী এক চালক জানান, ভোর রাতে নগরজালফৈ বাইপাস থেকে যানজট শুরু হয়েছে। এলেঙ্গা পর্যন্ত মাত্র ১৩ কিলোমিটার পথ পাড়ি দিতে আড়াই ঘণ্টারও বেশি সময় লেগেছে।
একজন নারী যাত্রী বলেন, শিশু সন্তান নিয়ে এই যানজটে ভোগান্তির কোনো শেষ নেই। গরমে বাচ্চার কষ্ট সহ্য হচ্ছে না। এর আগেও মাঝরাতে গাজীপুর ও চন্দ্রায় দীর্ঘক্ষণ যানজটে আটকে ছিলাম।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মো. শরিফ বলেন, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে মহাসড়কে কাজ করছে। আশা করছি দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।
উল্লেখ্য, ঈদকে সামনে রেখে রাজধানী থেকে বিপুলসংখ্যক মানুষ উত্তরবঙ্গমুখী হওয়ায় মহাসড়কে চাপ বেড়েছে কয়েকগুণ। ফলে যেকোনো সময় পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।