ইন্টারন্যাশনাল ডেস্ক, আজনিউজ২৪: উত্তপ্ত ফ্রান্সে এবার এক অর্থোডক্স চার্চের দায়িত্বপ্রাপ্ত যাযকের ওপর দুইবার গুলি চালান এক হামলাকারী। এদিকে এমন হামলার ঘটনায় মুসলিমবিদ্বেষী সুর নরম করেছেন ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁন। প্রত্যক্ষদর্শীরা জানান ব্যাক্তি । এতে গুরুতর আহত অবস্থায় গ্রীক অর্থোড্ক্স যাজককে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে কড়া নিরাপত্তায় লিয়ন শহর ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পরপর হামলার ঘটনায় এবার মহানবীর ব্যঙ্গচিত্র প্রকাশে আপত্তির কথা জানিয়েছেন ম্যাক্রঁনও। এমন কর্মকান্ডে ম্যাক্রঁন প্রশাসনের উস্কানি ছিলো না বলেও নিশ্চিত করেন তিনি। অন্যদিকে ফ্রান্সে বাংলাদেশ ও পাকিস্তানী অভিবাসী প্রবেশে নিষেধাঙ্গা জারির প্রস্তাব করেন দেশটির রাজনীতিবিদ মেরিন লে পেন।