ইন্টারন্যাশনাল ডেস্ক,এইউজেডনিউজ২৪: উগান্ডার রাজধানী কাম্পালায় বুধবার একটি নির্মাণাধীন ভবন ধসে ৬ জন কর্মী নিহত হয়েছেন। কাম্পালার উপশহর কানসাঙ্গায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে আন্তর্জাতিক সংবাদসংস্থা সিনহুয়া।
কাম্পালা মহানগরী পুলিশের মুখপাত্র প্যাট্রিক ওনিয়াঙ্গো জানান, ধ্বংস্তুপের ভেতর থেকে লাশগুলো উদ্ধার এবং আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। ধসের কারণ জানতে একটি কমিটি গঠন করা হয়েছে।
এর আগে ২০১৯ সালের মে মাসে একটি আবাসিক এলাকার দেয়াল ধসে চার শিশুসহ পাঁচজন নিহত হয়। কাম্পালায় প্রবল বর্ষণের কারণে ওই ধসের ঘটনা ঘটে। এক মাস পর রাজধানীতে একটি বিদ্যালয়ের প্রাচীর ধসে ছয় পথশিশু নিহত ও অপর দু’জন মারাত্মকভাবে আহত হয়।