শুক্রবার (৮ জুলাই) সকালে জাতীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, আমাদের পুলিশের সিটিটিসিসহ বেশকিছু টিম সম্প্রতি ঢাকা ও আশপাশের এলাকা থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। অ্যান্টি টেরোরিজম ইউনিটও কয়েকজন জঙ্গি সদস্যদের গ্রেপ্তার করেছে।
এ সময় যারা ঢাকা ছাড়ছেন তাদের নিজেদের গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিরাপদে রেখে যাওয়ার অনুরোধ জানান তিনি। এছাড়া ঈদে ফাঁকা ঢাকার আবাসিক এলাকাগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার।
এছাড়া গরুর হাটে যাতে অতিরিক্ত হাসিল না নিতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান তিনি। এমনকি চাঁদাবাজি বন্ধে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
মানুষকে কষ্ট দেয়া পুলিশের কাজ না মন্তব্য করে ডিএমপি কমিশনার বলেন, সবার নিরাপত্তাই আমরা চাই, সেজন্য কেউ একান্তই কোন উপায় না পেলে যদি মোটরসাইকেলে যাবার অনুমতি চায় তাকে অনুমতি দেয়া হবে।